সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপে অভূতপূর্ব সাড়া—ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিজ্ঞপ্তিতে মোট ৩,৩৪,১৫১টি আবেদন জমা পড়েছে।
এই ধাপে শূন্য পদ ৪,১৬৬টি ➝ অর্থাৎ প্রতি পদের বিপরীতে ৮০+ জন লড়াই করবেন।
📅 আবেদন শেষ: ২৭ নভেম্বর
📝 সম্ভাব্য লিখিত পরীক্ষা: জানুয়ারির মাঝামাঝি (২০২৬)
💰 বেতন: ১৩তম গ্রেড (১১,০০০–২৬,৫৯০ টাকা)
এর আগের ধাপে (৬ বিভাগে) ১০,২১৯ পদে আবেদন পড়েছিল ৭,৪৫,৯২৯টি—প্রতি পদের জন্য প্রতিযোগী প্রায় ৭৩ জন।
✔ নতুন বিধিমালা (২০২৫) অনুযায়ী
- বিজ্ঞান বিভাগের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন
- আবেদন করতে লাগবে স্নাতক/সমমান (দ্বিতীয় বিভাগ/CGPA)
- কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ চলবে না
- সর্বোচ্চ বয়স ৩২ বছর
📌 প্রধান শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন
- ৮০% পদ পূরণ হবে পদোন্নতি
- ২০% সরাসরি নিয়োগ
- পদোন্নতির জন্য লাগবে ১২ বছরের অভিজ্ঞতা, মৌলিক প্রশিক্ষণ ও স্থায়ীকরণ।