বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শূন্য পদে জনবল নিয়োগের জন্য যোগ্য ও আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে।
পদের নাম ও সংখ্যা
- সহকারী সচিব/সহকারী পরিচালক – ১৫ জন
- অ্যাকাউন্টস অফিসার – ০১ জন
- বাজেট অফিসার – ০১ জন
- অডিট অফিসার – ০১ জন
- সহকারী প্রকৌশলী (সিভিল) – ০১ জন
- সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) – ০১ জন
- সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) – ০১ জন
- সহকারী নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার – ০১ জন
- অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট – ০৮ জন
- গাড়িচালক – ০৩ জন
- অফিস সহায়ক – ০৫ জন
মোট পদসংখ্যা: ৩৮টি
বয়সসীমা
আবেদনের শেষ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদনের প্রক্রিয়া
- আবেদনপত্র UGC এর ওয়েবসাইট ( https://ugc.gov.bd/ ) থেকে ডাউনলোড করতে হবে।
- পদের ক্রমিক ১–৮ এর জন্য আবেদন ফি ২০০ টাকা, ক্রমিক ৯–১১ এর জন্য ১০০ টাকা (পে-অর্ডার/ব্যাংক ড্রাফট, অফেরতযোগ্য)।
- খামের ওপর পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
- চাকরিরত প্রার্থীদের আবেদন অবশ্যই নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে করতে হবে।
📍 ঠিকানা: সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা–১২০৭
আবেদনের শেষ তারিখ
১১ সেপ্টেম্বর ২০২৫
(অফিস চলাকালে আবেদনপত্র জমা দিতে হবে। নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য নয়।)
🔗 বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনপত্র ডাউনলোড করুন: https://shorturl.at/9deqT