প্রকাশিত হয়েছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের অধীনে ক্যান্টনমেন্ট বোর্ড ও বোর্ড পরিচালিত হাসপাতালগুলোর মোট ৪৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি। ৬ষ্ঠ থেকে ১০ম গ্রেডের বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে।

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৫


জুনিয়র কনসালট্যান্ট (৬ষ্ঠ গ্রেড)

মোট পদ: ৬টি
বিভাগসমূহ:

  • মেডিসিন – ১
  • গাইনি – ১
  • প্যাথলজি – ১
  • রেডিওলজি অ্যান্ড ইমেজিং – ১
  • চক্ষু – ১
  • নাক, কান ও গলা – ১

যোগ্যতা:

  • স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাস
  • বিএমডিসি রেজিস্ট্রেশন আবশ্যক
  • সহকারী সার্জন হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা
  • সংশ্লিষ্ট বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি/ডিপ্লোমা বা সমমানের যোগ্যতা

বেতন: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা (৬ষ্ঠ গ্রেড)


মেডিকেল অফিসার (৯ম গ্রেড)

পদসংখ্যা: ৫

যোগ্যতা:

  • সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস
  • বিএমডিসি রেজিস্ট্রেশন

বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা


সহকারী প্রোগ্রামার (৯ম গ্রেড)

পদসংখ্যা: ১

যোগ্যতা:

  • কম্পিউটার/ CSE/ EEE/ ICT বিষয়ে স্নাতক (সম্মান)
  • সিজিপিএ ন্যূনতম ২.২৫
  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি

বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা


সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড)

পদসংখ্যা: ৩২

যোগ্যতা:

  • ডিপ্লোমা-ইন-নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা BSc in Nursing
  • বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল রেজিস্ট্রেশন আবশ্যক

বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা


আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আবেদন করতে হবে:
job.shmrmi.gov.bd

অনলাইনে আবেদন করার বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে:
www.dmlc.gov.bd


আবেদনের সময়সীমা

  • আবেদন শুরু: ১০ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টা
  • আবেদন শেষ: ৩১ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা