বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের রাজস্ব খাতে ৫টি পদে মোট ৯ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের তালিকা
  • সহকারী প্রোগ্রামার — ৪ জন
    গ্রেড: ৯ম | বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা
    যোগ্যতা: কম্পিউটার–সম্পর্কিত বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান; সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
  • সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার— ১ জন
    গ্রেড: ৯ম | বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা
    যোগ্যতা: উপরের মতোই; অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
  • সহকারী ম্যানেজার (ট্রাভেল ও প্রটোকল) — ১ জন
    গ্রেড: ৯ম | বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা
    যোগ্যতা:কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রি।
  • ব্যক্তিগত সহযোগী — ১ জন
    গ্রেড: ১০ম | বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা
    যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সমমান সিজিপিএতে স্নাতক; কম্পিউটার মুদ্রাক্ষরে গতি—বাংলায় ২৫ শব্দ/মিনিট, ইংরেজিতে ৩০ শব্দ/মিনিট।
  • উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) — ১ জন
    গ্রেড: ১০ম | বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা
    যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং–এ ডিপ্লোমা; কম্পিউটার চালনায় দক্ষতা।
বয়সসীমা
  • ১ আগস্ট ২০২৫ তারিখে: ১৮–৩২ বছর। (এসএসসি সনদ অনুযায়ী বয়স গণ্য; এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
আবেদন পদ্ধতি ও সময়সীমা
  • আবেদন মাধ্যম: শুধুমাত্র অনলাইনে — erecruitment.bcc.gov.bd
  • শেষ সময়: ৭ সেপ্টেম্বর ২০২৫ রাত ১১:৫৯
  • ফি: সব পদের জন্য ২২৩ টাকা (সার্ভিস চার্জসহ), Rocket/bKash/Nagad–এ অনলাইনে পরিশোধযোগ্য
  • পরীক্ষাসংক্রান্ত সব তথ্য ইমেইল/এসএমএস/ওয়েবসাইটে জানানো হবে। এক বিজ্ঞপ্তির একই ক্রমিকের একাধিক পদের ক্ষেত্রে একটি আবেদনই প্রযোজ্য হিসেবে গণ্য হবে।
প্রয়োজনীয় নির্দেশনা (সারাংশ)
  • সর্বশেষ সরকারি নীতিমালা ও বিসিসি প্রবিধানমালা অনুসরণ করা হবে।
  • কোটা–সংক্রান্ত প্রযোজ্য সনদ আপলোড করতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে)।
  • মৌখিক পরীক্ষায় শিক্ষাগত সনদ/এনআইডি/ছবি/নাগরিকত্ব সনদ ইত্যাদি দাখিল করতে হবে।
  • কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না

আবেদন করুন: erecruitment.bcc.gov.bd

বিস্তারিতঃ https://shorturl.at/SuaDM