আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯

আবেদন শুরুর তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২.০০টা
আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৬.০০টা


পদের বিস্তারিত (Designation & Vacancy Details)

ক্রঃপদনামপদসংখ্যামন্ত্রণালয়/বিভাগশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাগ্রেডবেতন স্কেলবয়সসীমা
1সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলীবিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরকম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল & ইলেকট্রনিকস/আইসিটি–বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি২২,০০০-৫৩,০৬০অনূর্ধ্ব ৩২
2সহকারী পরিচালক (প্রেস)জনপ্রশাসন মন্ত্রণালয়, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরঅনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক + প্রথম শ্রেণির প্রেসে ৩ বছরের অভিজ্ঞতা২২,০০০-৫৩,০৬০অনূর্ধ্ব ৩৩
3পরিসংখ্যান কর্মকর্তাপ্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোঅর্থনীতি/পরিসংখ্যান/গণিত বিষয়ে সেকেন্ড ক্লাস মাস্টার্স২২,০০০-৫৩,০৬০অনূর্ধ্ব ৩২
4ইনস্ট্রাক্টর (টেক/ইনস্ট্রুমেন্টেশন & প্রসেস কন্ট্রোল)১ (অস্থায়ী)কারিগরি শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটবিএসসি-ইন-ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন/ইনস্ট্রুমেন্টেশন & প্রসেস কন্ট্রোল/টেকনিক্যাল এডুকেশন ডিগ্রি, দ্বিতীয় শ্রেণি বা সমমান২২,০০০-৫৩,০৬০অনূর্ধ্ব ৩২
5ওয়ার্কসপ সুপার (ইলেকট্রনিকস)২ (অস্থায়ী)কারিগরি শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটবিএসসি ইন ইলেকট্রিক্যাল & ইলেকট্রনিকস/টেকনিক্যাল এডুকেশন, দ্বিতীয় শ্রেণি বা সমমান২২,০০০-৫৩,০৬০অনূর্ধ্ব ৩২
6ওয়ার্কসপ সুপার (আর্কিটেকচার & ইন্টেরিয়র ডিজাইন)১ (অস্থায়ী)কারিগরি শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটবিএসসি ইন আর্কিটেকচার/টেকনিক্যাল এডুকেশন, দ্বিতীয় শ্রেণি বা সমমান২২,০০০-৫৩,০৬০অনূর্ধ্ব ৩২
7শিল্পনির্দেশক/গ্রাফিক শিল্পনির্দেশক/দৃশ্য পটকারবাংলাদেশ টেলিভিশনএমএফএ বা বিএফএ ডিগ্রি, ২ বছরের অভিজ্ঞতা২২,০০০-৫৩,০৬০অনূর্ধ্ব ৩৫
8চিত্রগ্রাহকবাংলাদেশ টেলিভিশনস্নাতক (দ্বিতীয় বিভাগ), ২ বছরের অভিজ্ঞতা২২,০০০-৫৩,০৬০অনূর্ধ্ব ৩২
9সহকারী পরিচালক (দৃশ্যসজ্জা ও রেখায়ন প্রশিক্ষণ)জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটচারু ও কারুকলা বিষয়ে স্নাতকোত্তর, দৃশ্য পরিকল্পনা ও শিল্পনির্দেশনায় অভিজ্ঞতা২২,০০০-৫৩,০৬০অনূর্ধ্ব ৩২
10সহকারী সচিব (লেজিসলেটিভ অনুবাদ)আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়বাংলা/ইংরেজি + আইন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর২২,০০০-৫৩,০৬০অনূর্ধ্ব ৩২
11সহকারী প্রোগ্রামার১৭বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরকম্পিউটার সায়েন্স/আইসিটি–বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি২২,০০০-৫৩,০৬০অনূর্ধ্ব ৩২
12সিনিয়র কম্পিউটার অপারেটর১ (অস্থায়ী)স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়কম্পিউটার সায়েন্স/আইসিটি–বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমান২২,০০০-৫৩,০৬০অনূর্ধ্ব ৩২
13ডাটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার২ (অস্থায়ী)জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটবিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) + ২ বছরের অভিজ্ঞতা১০১৬,০০০-৩৮,৬৪০অনূর্ধ্ব ৩২
14ফটো টেকনিশিয়ান৩ (অস্থায়ী)জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটসংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা/ডিগ্রি + ৩ বছরের অভিজ্ঞতা১০১৬,০০০-৩৮,৬৪০অনূর্ধ্ব ৩২
15–28জুনিয়র ইনস্ট্রাক্টর (বিভিন্ন ট্রেড)৩–১৫৩কারিগরি শিক্ষা অধিদপ্তর, পলিটেকনিক ইনস্টিটিউটসংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের ডিপ্লোমা১০১৬,০০০-৩৮,৬৪০অনূর্ধ্ব ৩২
29সিনিয়র ইনস্ট্রাক্টর, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার১৪জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোইঞ্জিনিয়ারিং/ট্রেডে ৩–৫ বছরের অভিজ্ঞতা১০১৬,০০০-৩৮,৬৪০অনূর্ধ্ব ৩২
30সিনিয়র স্টাফ নার্স৮২৮নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরস্নাতক/ডিপ্লোমা ইন নার্সিং + বাংলাদেশ নার্সিং কাউন্সিল নিবন্ধন১০১৬,০০০-৩৮,৬৪০অনূর্ধ্ব ৩২
31প্রধান শিক্ষক১,১২২প্রাথমিক শিক্ষা অধিদপ্তরস্নাতক (সম্মান), শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়১১/১২১১,৩০০-৩০,২৩০অনূর্ধ্ব ৩২
32জনসংযোগ কর্মকর্তাজনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোসাংবাদিকতা/সম্পাদকীয় অভিজ্ঞতা অগ্রাধিকার১২১১,৩০০-২৭,৩০০অনূর্ধ্ব ৩২

আবেদন প্রক্রিয়া (Application Procedure)

  1. অনলাইন আবেদন: BPSC ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট টেলিটক ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে হবে।
  2. ফি জমাদান: আবেদনপত্র পূরণের সঙ্গে সঙ্গে ফি জমা দিতে হবে।
  3. প্রয়োজনীয় নথি: শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব প্রমাণ ও অন্যান্য প্রয়োজনীয় সার্টিফিকেট আপলোড করতে হবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।