বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ষষ্ঠ থেকে নবম গ্রেডের ১১টি পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত।


পদের তালিকা ও যোগ্যতা

  1. সিনিয়র সায়েন্টিফিক অফিসার – ১ জন
    • যোগ্যতা: পদার্থবিদ্যা/ফলিত পদার্থবিদ্যায় পিএইচডি/এমফিল/এমএসসি + অভিজ্ঞতা
    • গ্রেড: ৬
    • বেতন: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা
  2. সিনিয়র ইঞ্জিনিয়ার (নিউক্লিয়ার) – ২ জন
    • যোগ্যতা: নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি/এমফিল/এমএস/এমই + অভিজ্ঞতা
    • গ্রেড: ৬
    • বেতন: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা
  3. সিনিয়র ইঞ্জিনিয়ার (কম্পিউটার) – ১ জন
    • যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি/এমফিল/এমএস/এমই + অভিজ্ঞতা
    • গ্রেড: ৬
    • বেতন: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা
  4. সিনিয়র ইঞ্জিনিয়ার (কেমিক্যাল) – ১ জন
    • যোগ্যতা: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি/এমফিল/এমএস/এমই + অভিজ্ঞতা
    • গ্রেড: ৬
    • বেতন: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা
  5. সিনিয়র ইঞ্জিনিয়ার (মেটালার্জিক্যাল) – ১ জন
    • যোগ্যতা: মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি/এমফিল/এমএস/এমই + অভিজ্ঞতা
    • গ্রেড: ৬
    • বেতন: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা

(অন্য পদগুলোর বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে)


আবেদনের বয়সসীমা

১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮–৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় সর্বোচ্চ ৩২ বছর।


আবেদন পদ্ধতি

  • আবেদন করতে হবে অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে
  • আবেদন ফি অনলাইনে জমা দিতে হবে।
  • অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হবে।

📅 আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৫
🔗 বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন লিংক: [এখানে ক্লিক করুন]