স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পঞ্চগড় সিভিল সার্জন ও নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোতে ৪ ক্যাটাগরির ৩০টি পদে পুনর্নিয়োগ চলছে।
শুধুমাত্র পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

পদসমূহ ও যোগ্যতা:

1️⃣ কম্পিউটার অপারেটর – স্নাতক (বিজ্ঞান), মুদ্রাক্ষরে বাংলা ২৫ শব্দ/মিনিট, ইংরেজি ৩০ শব্দ/মিনিট।
💰 বেতন: ১১,০০০–২৬,৫৯০ (গ্রেড-১৩)

2️⃣ পরিসংখ্যানবিদ – স্নাতক (পরিসংখ্যান/গণিত/অর্থনীতি), কম্পিউটার দক্ষ।
💰 বেতন: ১০,২০০–২৪,৬৮০ (গ্রেড-১৪)

3️⃣ স্বাস্থ্য সহকারী – জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান।
💰 বেতন: ৯,৩০০–২২,৪৯০ (গ্রেড-১৬)

4️⃣ গাড়িচালক – জুনিয়র স্কুল সার্টিফিকেট, বৈধ ড্রাইভিং লাইসেন্স, ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।
💰 বেতন: ৯,৭০০–২৩,৪৯০ / ৯,৩০০–২২,৪৯০ (গ্রেড-১৫/১৬)

⏰ বয়সসীমা:

১৮–৩২ বছর (৪ নভেম্বর ২০২৫ তারিখে)

🌐 আবেদন প্রক্রিয়া:

অনলাইন আবেদন করুন
💵 আবেদন ফি: ১১২ টাকা (৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে)


নোটস:

  • একাধিক পদে আবেদন করা যাবে না।
  • পূর্বে স্বাস্থ্য সহকারী পদে যারা আবেদন করেছেন, তাদের আবেদন বহাল থাকবে।
  • বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ প্রার্থী অযোগ্য।

আবেদনের শেষ সময়: ৪ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা

অফিসিয়াল ওয়েবসাইটঃhttps://cs.panchagarh.gov.bd/

আবেদন করার মাধ্যমঃ


http://cspgr.teletalk.com.bd/