⚡ পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, পদ ৬৮

প্রকাশের তারিখ: ০৬ নভেম্বর ২০২৫
সূত্র: প্রথম আলো

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবোর্ড) অধীন পল্লী বিদ্যুৎ সমিতিতে ৩ ক্যাটাগরির মোট ৬৮টি পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৪ নভেম্বর থেকে এবং চলবে ২৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত।


🧾 পদের বিবরণ

🧾 ১. সহকারী জেনারেল ম্যানেজার (O&M / P&M / E&C)

পদসংখ্যা: ৫৮টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইইই / ইইসি / কম্পিউটার সায়েন্স / আইটি বিষয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
বেতন: ৪৩,৫০০ টাকা (প্রবেশনকালে ৪১,৮০০ টাকা)
বয়সসীমা: ২৮ নভেম্বর ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর


🧾 ২. সহকারী জেনারেল ম্যানেজার (অর্থ–হিসাব / অর্থ–রাজস্ব)

পদসংখ্যা: ৬টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে এমবিএ (হিসাবরক্ষণ/ফাইন্যান্স মেজর) অথবা বিবিএ (চার বছর মেয়াদি) ডিগ্রিধারী হতে হবে। এছাড়া সিএ বা সিএমএ (সার্টিফিকেট লেভেল) সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ৪৩,৫০০ টাকা (প্রবেশনকালে ৪১,৮০০ টাকা)
বয়সসীমা: ২৮ নভেম্বর ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর


🧾 ৩. সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা)

পদসংখ্যা: ৪টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে বিএসসি বা অনার্স ডিগ্রিধারী হতে হবে। বিষয় হিসেবে অ্যাগ্রিকালচার / ইইই / ইইসি / কম্পিউটার সায়েন্স / আইটি / অ্যাপ্লাইড ফিজিক্স / ফিজিক্স গ্রহণযোগ্য। ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪.০০ এর মধ্যে) থাকতে হবে।
বেতন: ৪৩,৫০০ টাকা (প্রবেশনকালে ৪১,৮০০ টাকা)
বয়সসীমা: ২৮ নভেম্বর ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর


💰 আবেদন ফি

  • সাধারণ প্রার্থীর জন্য: ২২৩ টাকা (পরীক্ষা ফি ২০০ + সার্ভিস চার্জ ২৩ টাকা)
  • অনগ্রসর নাগরিকের জন্য: ৫৬ টাকা (পরীক্ষা ফি ৫০ + সার্ভিস চার্জ ৬ টাকা)
  • আবেদন ফি জমা দিতে হবে আবেদন ফরম পূরণের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে।

🕐 আবেদনের সময়সীমা

  • আবেদন শুরু: ১৪ নভেম্বর ২০২৫, সকাল ১০:০০টা
  • শেষ তারিখ: ২৮ নভেম্বর ২০২৫, বিকেল ৫:০০টা

🌐 আবেদন লিংক

👉 http://brebhr.teletalk.com.bd