বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC) রাজস্ব খাতভুক্ত প্রকল্প “ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (INMAS)”–এর আওতায় ৪র্থ থেকে ১৬তম গ্রেডের ৪১ জন জনবল নিয়োগ দেবে।
📅 আবেদনের শেষ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৫টা
🌐 আবেদন করতে ভিজিট করুন: baec.teletalk.com.bd
পদ ও যোগ্যতা
১. প্রিন্সিপাল মেডিকেল অফিসার
- পদসংখ্যা: ২ (নিউক্লিয়ার মেডিসিন)
- যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ৭ বছরের অভিজ্ঞতা অথবা এমডি/পিএইচডি–এর পর ৫ বছরের অভিজ্ঞতা
- বেতন স্কেল: ৫০,০০০–৭১,২০০ টাকা (গ্রেড ৪)
- বয়সসীমা: ৪০ বছর (বিশেষ ক্ষেত্রে ৪৫ বছর)
২. সিনিয়র মেডিকেল অফিসার
- পদসংখ্যা: ৪ (নিউক্লিয়ার মেডিসিন)
- যোগ্যতা: স্নাতকোত্তর/এমডি/পিএইচডি–এর পর অন্তত ২ বছরের অভিজ্ঞতা
- বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা (গ্রেড ৬)
- বয়সসীমা: ৩৬ বছর (বিশেষ ক্ষেত্রে ৩৮ বছর)
৩. সিনিয়র সায়েন্টিফিক অফিসার
- পদসংখ্যা: ৩ (ফিজিকস/মেডিকেল ফিজিকস/কেমিস্ট্রি)
- যোগ্যতা: পিএইচডি বা এমএসসি–পরবর্তী গবেষণায় অভিজ্ঞতা
- বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা (গ্রেড ৬)
- বয়সসীমা: ৩৫ বছর (বিশেষ ক্ষেত্রে ৩৭ বছর)
৪. সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
- পদসংখ্যা: ৭ (সিভিল ৩, ইলেকট্রিক্যাল ৪)
- যোগ্যতা: প্রথম শ্রেণির ডিপ্লোমা (সিভিল/ইলেকট্রিক্যাল)
- বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড ১০)
- বয়সসীমা: ৩২ বছর
৫. জুনিয়র এক্সপেরিমেন্টাল অফিসার
- পদসংখ্যা: ১
- যোগ্যতা: বিএসসি প্রথম শ্রেণি + ৪ বছরের অভিজ্ঞতা
- বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড ১১)
- বয়সসীমা: ৩২ বছর
৬. সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট–১
- পদসংখ্যা: ৩
- যোগ্যতা: এইচএসসি (বিজ্ঞান) অথবা এসএসসি (বিজ্ঞান) + ৬ মাসের ট্রেড কোর্স
- বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)
- বয়সসীমা: ৩২ বছর
৭. টেকনিশিয়ান–১
- পদসংখ্যা: ২
- যোগ্যতা: এইচএসসি (বিজ্ঞান) অথবা এসএসসি (বিজ্ঞান) + ট্রেড কোর্স
- বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)
- বয়সসীমা: ৩২ বছর
৮. অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট
- পদসংখ্যা: ২
- যোগ্যতা: বাণিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতক
- বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)
- বয়সসীমা: ৩২ বছর
৯. সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট–২
- পদসংখ্যা: ৫
- যোগ্যতা: এইচএসসি/এসএসসি (বিজ্ঞান) + ট্রেড কোর্স / ৪ বছরের অভিজ্ঞতা
- বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)
- বয়সসীমা: ৩২ বছর
১০. টেকনিশিয়ান–২
- পদসংখ্যা: ৫
- যোগ্যতা: এইচএসসি/এসএসসি (বিজ্ঞান) + ট্রেড কোর্স / ৪ বছরের অভিজ্ঞতা
- বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)
- বয়সসীমা: ৩২ বছর
১১. অফিস অ্যাসিস্ট্যান্ট–কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদসংখ্যা: ৭
- যোগ্যতা: এইচএসসি পাশ + ৬ মাসের কম্পিউটার ট্রেনিং, টাইপিংয়ে EN/BN–এ ২০ wpm
- বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
- বয়সসীমা: ৩২ বছর
আবেদন ফি
- ১–৪ নং পদ: ২২৫ টাকা
- ৫ নং পদ: ১৬৮ টাকা
- ৬–১১ নং পদ: ১১২ টাকা
- অনগ্রসর নাগরিক: ৫৬ টাকা
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- নির্বাচিত প্রার্থীদের ঢাকাসহ দেশের ৮টি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে INMAS-এ যোগদান করতে হবে।
- লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের টিএ/ডিএ দেওয়া হবে না।
👉 বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনপত্র পূরণ করুন এখানে:
🔗 baec.teletalk.com.bd