প্রকাশ / আপডেট: 09 December 2025
সারসংক্ষেপ
রাষ্ট্রায়ত্ত নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (NESCO) মোট ১৩৭টি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে। আবেদন করা যাবে ৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
পদ ও বিবরণ (সহজ তালিকা, টেবিল ছাড়া)
১. সহকারী প্রকৌশলী
ক্ষেত্র: ইঞ্জিনিয়ারিং / প্রকিউরমেন্ট / কমার্শিয়াল অপারেশন / কাস্টমার সার্ভিস
পদসংখ্যা: ২০
বেতন: ৫১,০০০ টাকা (পে-গ্রেড ৭)
বয়সসীমা: ৩২ বছর (নেসকো কর্মী ৩৫)
আবেদন ফি: ১,০০০ টাকা
২. সহকারী ব্যবস্থাপক (অ্যাডমিন ও এইচআরডি / পিআর / কোম্পানি সেক্রেটারিয়েট)
পদসংখ্যা: ০২
বেতন: ৫১,০০০ টাকা (পে-গ্রেড ৭)
বয়সসীমা: ৩২/৩৫ বছর
আবেদন ফি: ১,০০০ টাকা
৩. প্রধান শিক্ষক (মাধ্যমিক বিদ্যালয়)
পদসংখ্যা: ০১
বেতন: ৫১,০০০ টাকা (পে-গ্রেড ৭)
বয়সসীমা: ৪৫ বছর
আবেদন ফি: ১,০০০ টাকা
৪. সহকারী ব্যবস্থাপক (ফাইন্যান্স / অডিট / রেভিনিউ অ্যাশিওরেন্স)
পদসংখ্যা: ০২
বেতন: ৫১,০০০ টাকা
বয়সসীমা: ৩২/৩৫ বছর
আবেদন ফি: ১,০০০ টাকা
৫. জুনিয়র সহকারী ব্যবস্থাপক (অ্যাডমিন ও এইচআরডি / কোম্পানি সেক্রেটারিয়েট)
পদসংখ্যা: ০৩
বেতন: ৩৯,০০০ টাকা (পে-গ্রেড ৮)
বয়সসীমা: ৩২/৩৫ বছর
আবেদন ফি: ১,০০০ টাকা
৬. জুনিয়র সহকারী ব্যবস্থাপক (লিগ্যাল ও করপোরেট অ্যাফেয়ার্স)
পদসংখ্যা: ০২
বেতন: ৩৯,০০০ টাকা (পে-গ্রেড ৮)
বয়সসীমা: ৩২/৩৫ বছর
আবেদন ফি: ১,০০০ টাকা
৭. জুনিয়র সহকারী ব্যবস্থাপক (ফাইন্যান্স / অডিট / রেভিনিউ অ্যাশিওরেন্স)
পদসংখ্যা: ১২
বেতন: ৩৯,০০০ টাকা (পে-গ্রেড ৮)
বয়সসীমা: ৩২/৩৫ বছর
আবেদন ফি: ১,০০০ টাকা
৮. সাব-স্টেশন অ্যাটেনডেন্ট (A)
পদসংখ্যা: ৪০
বেতন: ২৩,০০০ টাকা (পে-গ্রেড ১৩)
বয়সসীমা: ৩২ বছর
আবেদন ফি: ৫০০ টাকা
৯. টেকনিশিয়ান – জোনাল রিপেয়ারিং শপ
পদসংখ্যা: ১৩
বেতন: ২৩,০০০ টাকা (পে-গ্রেড ১৩)
বয়সসীমা: ৩২ বছর
আবেদন ফি: ৫০০ টাকা
১০. স্টোর কিপার (A)
পদসংখ্যা: ১০
বেতন: ১৮,০০০ টাকা (পে-গ্রেড ১৪)
বয়সসীমা: ৩২ বছর
আবেদন ফি: ৫০০ টাকা
১১. হেলপার
পদসংখ্যা: ২৬
বেতন: ১৭,০০০ টাকা (পে-গ্রেড ১৫)
বয়সসীমা: ৩২ বছর
আবেদন ফি: ৫০০ টাকা
১২. স্টোর হেলপার
পদসংখ্যা: ০৬
বেতন: ১৫,৫০০ টাকা (পে-গ্রেড ১৬)
বয়সসীমা: ৩২ বছর
আবেদন ফি: ৫০০ টাকা
আবেদন সময়সীমা
- শুরু: ৯ ডিসেম্বর ২০২৫
- শেষ: ৩১ ডিসেম্বর ২০২৫
আবেদনের নিয়ম
- অনলাইন আবেদন: https://career.nesco.gov.bd
- আবেদন জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- সরকার নির্ধারিত কোটা প্রযোজ্য।
- সরকারি/স্বায়ত্তশাসিত/বিদ্যুৎ খাতের প্রার্থীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন।
- কর্তৃপক্ষ যেকোনো আবেদন বা পুরো নিয়োগপ্রক্রিয়া বাতিল/পরিবর্তন করতে পারে।