জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে মোট ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে এবং নির্ধারিত সময়ে প্রিন্ট কপি ডাকযোগে/হাতে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৫ জানুয়ারি ২০২৬ (বিকেল ৪টা)।
পদের নাম ও বিস্তারিত
১. অধ্যাপক (Professor)
বিভাগ:
- ইংরেজি – ১ পদ
- কম্পিউটার সায়েন্স – ১ পদ
বেতন স্কেল (গ্রেড ৩): ৫৬,৫০০–৭৪,৪০০ টাকা।
২. সহযোগী অধ্যাপক (Associate Professor)
বিভাগ:
- আইন – ১ পদ
- ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট – ১ পদ
বেতন স্কেল (গ্রেড ৪): ৫০,০০০–৭১,২০০ টাকা।
৩. সহকারী অধ্যাপক (Assistant Professor)
বিভাগ:
- ইংরেজি – ১
- শিক্ষা – ১
- সমাজবিজ্ঞান – ১
- হিসাববিজ্ঞান – ১
- আইন – ১
- পরিসংখ্যান – ১
- নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স – ১
মোট পদ: ৭
বেতন স্কেল (গ্রেড ৬): ৩৫,৫০০–৬৭,০১০ টাকা।
৪. প্রভাষক (Lecturer)
বিভাগ:
- ইংরেজি – ১
- বাংলা – ১
- হিসাববিজ্ঞান – ১
- ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং – ১
- রসায়নবিজ্ঞান – ১
- পদার্থবিজ্ঞান – ১
- গণিত – ১
- পরিসংখ্যান – ১
- প্রাণিবিদ্যা – ১
- মনোবিজ্ঞান – ১
- ভূগোল ও পরিবেশ – ২
- নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স – ১
মোট পদ: ১৩
বেতন স্কেল (গ্রেড ৯): ২২,০০০–৫৩,০৬০ টাকা।
আবেদনের নিয়ম
- অনলাইনে আবেদন সম্পন্ন করার পর প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।
- আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সব ডকুমেন্টের সত্যায়িত কপি ৯ সেট জমা দিতে হবে।
- এগুলো ডাকযোগে বা হাতে হাতে পাঠাতে হবে—
রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ ঠিকানায়। - জমা দেওয়ার শেষ সময়: ৫ জানুয়ারি ২০২৬, অফিস সময়ের মধ্যে।
আবেদন ফি
- ২০০ টাকা।
আবেদনের শেষ সময়
- ৫ জানুয়ারি ২০২৬, বিকেল ৪টা।
বিস্তারিত তথ্য
নিয়োগসংক্রান্ত সব শর্তাবলি এবং আবেদন ফরম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।