রাজস্ব খাতভুক্ত দুটি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই নিয়োগে মোট ১১৭ জন নেওয়া হবে। অনলাইনে আবেদন শুরু হবে ১০ আগস্ট থেকে।

পদ ও বিবরণ

সেপাই

  • পদসংখ্যা: ১০৫
  • বেতন স্কেল: ৯,০০০–২১,৮০০ টাকা
  • যোগ্যতা:
    • স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস
    • উচ্চতা: পুরুষ ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি (১.৬৮ মিটার), মহিলা ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি (১.৫৭ মিটার)
    • বুকের মাপ: ন্যূনতম ৩১ ইঞ্চি (৭৮ সেমি), সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি (৮২ সেমি)
    • ওজন: পুরুষ ন্যূনতম ৫০ কেজি, মহিলা ন্যূনতম ৪৬ কেজি
    • অবিবাহিত হতে হবে

বয়সসীমা:

  • সেপাই: ১৮–২০ বছর (৩১ আগস্ট ২০২৫ অনুযায়ী)
  • ওয়্যারলেস অপারেটর: ১৮–৩২ বছর
  • এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণদেরই লিখিত ও মৌখিক পরীক্ষায় ডাকা হবে।
  • পরীক্ষায় অংশগ্রহণে কোনো টিএ–ডিএ প্রদান হবে না। বিজ্ঞপ্তির পরিবর্তন/আপডেট থাকবে www.dnc.gov.bd ওয়েবসাইটে।

আবেদন ফি কত—

অনলাইনে আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

পরীক্ষাসংক্রান্ত তথ্য—

শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক বাছাই, লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময়ে অধিদপ্তরের ওয়েবসাইটে জানানো হবে।

আবেদনের বিস্তারিত তথ্যর জন্য জানতে এখানে ক্লিক করুন http://dnc.teletalk.com.bd/