জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে উপাধ্যক্ষসহ মোট ১৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের শেষ তারিখ ১৬ ডিসেম্বর ২০২৫


১. উপাধ্যক্ষ

পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা:

  • স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি
  • সহকারী অধ্যাপক পদে ৩ বছরের অভিজ্ঞতা
  • প্রভাষক/সহকারী অধ্যাপক পদে মোট ১২ বছরের অভিজ্ঞতা
  • সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/সমমান CGPA/GPA
  • কোনো স্তরে ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়
  • ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে কর্মরত যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার

বেতন স্কেল: গ্রেড–৫ (৪৩,০০০–৬৯,৮৫০ টাকা)
বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর


২. প্রভাষক (প্রভাতি শাখা) – বাংলা

পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা:

  • সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর
  • সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/সমমান
  • ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়
  • প্রয়োজনে স্কুল শাখায় ক্লাস নিতে হবে

বেতন স্কেল: গ্রেড–৯ (২২,০০০–৫৩,০৬০ টাকা)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর


৩. সহকারী শিক্ষক (দিবা শাখা)

বিষয় ও পদসংখ্যা:

  • গণিত – ২
  • বাংলা – ২
  • ইংরেজি – ২
  • ইসলাম শিক্ষা – ১
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি – ১
  • পদার্থবিজ্ঞান – ১
  • রসায়ন – ১
  • জীববিজ্ঞান – ১
  • শারীরিক শিক্ষা – ১
  • সামাজিক বিজ্ঞান – ১

শিক্ষাগত যোগ্যতা:

  • সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর
  • সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/সমমান
  • ইসলাম শিক্ষা: ফাজিল ও কামিল (সমমান) ডিগ্রি
  • আইসিটি: CS/CSE/IT/ICT বিষয়ে স্নাতক বা স্নাতক+স্নাতকোত্তর
  • শারীরিক শিক্ষা: যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) + B.P.Ed

বেতন স্কেল: গ্রেড–১১ (১২,৫০০–৩০,২৩০ টাকা)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর


আবেদনের নিয়ম

আবেদন করতে হবে প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে।
(ওয়েবসাইটে বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।)


আবেদনের শেষ তারিখ

১৬ ডিসেম্বর ২০২৫


পরীক্ষার সময়সূচি

  • লিখিত পরীক্ষা: ২০ ডিসেম্বর ২০২৫
  • পরবর্তী ধাপ: লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য শ্রেণিকক্ষ পাঠদান মূল্যায়ন ও মৌখিক পরীক্ষা
  • তারিখ, সময় ও স্থান SMS–এর মাধ্যমে জানানো হবে