প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫
ঝালকাঠি সিভিল সার্জনের কার্যালয়ে ৪৫টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির (গ্রেড ১১–২০) মোট ৭টি ক্যাটাগরির জন্য বাংলাদেশি নাগরিক এবং শুধুমাত্র ঝালকাঠি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদ ও যোগ্যতা
১। কম্পিউটার অপারেটর
- পদ: ১
- যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান
- দক্ষতা: প্রতি মিনিটে বাংলা ২৫, ইংরেজি ৩০ শব্দ টাইপের গতি; Standard Aptitude Test উত্তীর্ণ
- গ্রেড ও বেতন: ১৩ (১১,০০০–২৬,৫৯০ টাকা)
২। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
- পদ: ১
- যোগ্যতা: স্নাতক (সম্মান) বা সমমান
- দক্ষতা: ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং (বাংলা ২৫, ইংরেজি ৩০), সাঁটলিপি (বাংলা ৪৫, ইংরেজি ৭০)
- গ্রেড ও বেতন: ১৪ (১০,২০০–২৪,৬৮০ টাকা)
৩। পরিসংখ্যানবিদ
- পদ: ১
- যোগ্যতা: পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমান
- গ্রেড ও বেতন: ১৪ (১০,২০০–২৪,৬৮০ টাকা)
৪। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদ: ২
- যোগ্যতা: এইচএসসি/সমমান, বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ২০ শব্দ
- গ্রেড ও বেতন: ১৬ (৯,৩০০–২২,৪৯০ টাকা)
৫। স্টোরকিপার
- পদ: ৩
- যোগ্যতা: এইচএসসি/সমমান; জামানত জমা দিতে হবে
- গ্রেড ও বেতন: ১৬ (৯,৩০০–২২,৪৯০ টাকা)
৬। স্বাস্থ্য সহকারী
- পদ: ৩৬
- যোগ্যতা: এইচএসসি/সমমান
- গ্রেড ও বেতন: ১৬ (৯,৩০০–২২,৪৯০ টাকা)
৭। ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট
- পদ: ১
- যোগ্যতা: এইচএসসি/সমমান
- গ্রেড ও বেতন: ১৯ (৮,৫০০–২০,৫৭০ টাকা)
বয়সসীমা
১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ১৮–৩২ বছর (শর্তসাপেক্ষে শিথিলযোগ্য)।
আবেদন প্রক্রিয়া
- আবেদন করতে হবে অনলাইনে (প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী)।
- সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।
- সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরতদের NOC জমা দিতে হবে।
- পূর্বের বিজ্ঞপ্তি (২০১৮) অনুসারে যারা আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করতে হবে না।
আবেদন ফি
- পদ ১–৬: ১০০ টাকা + ১২ টাকা সার্ভিস চার্জ (টেলিটক)
- পদ ৭: ৫০ টাকা + সার্ভিস চার্জ
সময়সীমা
- আবেদন শুরুর তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা
- শেষ তারিখ: ৮ অক্টোবর ২০২৫, বিকেল ৫টা
👉 বিস্তারিত তথ্য ও আবেদন ফরম অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করুন।