প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫
স্থান: হোটেল সি প্যালেস, কক্সবাজার
আয়োজক: UNDP ও a2i
দক্ষ ও বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) এবং এটুআই যৌথভাবে আয়োজন করছে “ইউথ এমপ্লয়মেন্ট ফেয়ার ২০২৫”। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর কক্সবাজারের হোটেল সি প্যালেসে।
চাকরি সন্ধানী তরুণ–তরুণীরা মেলায় উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান ও নিয়োগদাতার সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন। পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার গাইডলাইন, প্রশিক্ষণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সুযোগও থাকবে।
আয়োজকদের বক্তব্য
ইউএনডিপির কমিউনিকেশন হেড আবদুল কাইয়ুম বলেন—
“কক্সবাজারের তরুণেরা প্রতিভায় ভরপুর। এই কর্মসংস্থান মেলা তাঁদের শুধু স্থানীয় নয়, সারা দেশে চাকরির সুযোগ খুঁজে পাওয়ার পথ সহজ করবে। তাঁদের দক্ষতা ও সম্ভাবনাকে সফল ক্যারিয়ারে রূপ দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
মেলায় অংশগ্রহণের নিয়ম
মেলায় অংশ নিতে ইচ্ছুকরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন।
রেজিস্ট্রেশন লিংক: isec.gov.bd
কি কি থাকবে মেলায়?
- নিয়োগদাতার সঙ্গে সরাসরি সাক্ষাৎ
- বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ
- দক্ষতা উন্নয়ন সংক্রান্ত তথ্য
- ক্যারিয়ার গাইডলাইন
- প্রশিক্ষণ বিষয়ক পরামর্শ