চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (CDA) রাজস্বখাতে ৩১ ক্যাটাগরির মাধ্যমে মোট ১১৫টি শূন্যপদে জনবল নিয়োগ দেবে। আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি দাখিল করতে হবে এবং আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ২২ নভেম্বর ২০২৫।
আবেদন লিঙ্কঃ 👉 বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
সাধারণ নির্দেশনা (সংক্ষেপ):
- বয়সসীমা: ২২ নভেম্বর ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮–৩২ বছর।
- আবেদনপত্র দাখিল: সচিব, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), চউক ভবন, চট্টগ্রাম — অফিস চলাকালীন সময়ে ডাকযোগ/সরাসরি গ্রহণ করা হবে।
- আবেদনফি: গ্রেড অনুযায়ী নির্ধারিত (গ্রেড-১–৭: ২০০ টাকা; গ্রেড-৮–১৭: ১০০ টাকা; গ্রেড-১৮–২০: ৫০ টাকা)। পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।
- পরীক্ষার নির্দেশনা: নির্দিষ্ট পদের ক্ষেত্রে লিখিত/বহির্ভূত ব্যবহারিক পরীক্ষা থাকলে সেই পরীক্ষা উত্তীর্ণদেরকে পরবর্তী ধাপে নেয়া হবে। নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত ধরা হবে।
পদের নাম ও বিস্তারিত (৩১টি ক্যাটাগরি — ক্রমিক অনুযায়ী)
১. সহকারী প্রকৌশলী — পদসংখ্যা: ০২। শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি বা সমমান; সরকারি/বিধিবদ্ধ প্রতিষ্ঠানে বাস্তব প্রশিক্ষণ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। বেতনস্কেল: ২২,০০০–৫৩,০৬০ (গ্রেড–৯)।
২. সহকারী স্থপতি — পদসংখ্যা: ০১। শিক্ষাগত যোগ্যতা: স্থাপত্যে স্নাতক ডিগ্রি। বেতনস্কেল: ২২,০০০–৫৩,০৬০ (গ্রেড–৯)।
৩. সহকারী প্রোগ্রামার — পদসংখ্যা: ০১। শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমান; কর্তৃপক্ষ নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুযায়ী পরীক্ষা উত্তীৰ্ণ হতে হবে। বেতনস্কেল: ২২,০০০–৫৩,০৬০ (গ্রেড–৯)।
৪. স্টাফ অফিসার — পদসংখ্যা: ০১। শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণির মাস্টার্স অথবা অনার্সসহ মাস্টার্স; বেতনস্কেল: ২২,০০০–৫৩,০৬০ (গ্রেড–৯)।
৫. জনসংযোগ কর্মকর্তা — পদসংখ্যা: ০১। শিক্ষাগত যোগ্যতা: উপরের মতোই মাস্টার্স পর্যায়ের ডিগ্রি; বেতনস্কেল: ২২,০০০–৫৩,০৬০ (গ্রেড–৯)।
৬. ইকোনমিক অ্যানালিস্ট — পদসংখ্যা: ০১। শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞান/ফাইন্যান্সে মাস্টার্স/এমবিএ; সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা আবশ্যক। বেতনস্কেল: ২২,০০০–৫৩,০৬০ (গ্রেড–৯)।
৭. জিআইএস অপারেটর — পদসংখ্যা: ০৩। শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/স্থাপত্য/পুরকৌশলে ডিপ্লোমা; জিআইএস ট্রেনিং ও প্রাসঙ্গিক কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বেতনস্কেল: ১২,৫০০–৩০,২৩0 (গ্রেড–১১)।
৮. জুনিয়র হিসাবরক্ষক — পদসংখ্যা: ০১। শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে সম্মান/স্নাতক; হিসাবরক্ষণে ৪ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। বেতনস্কেল: ১১,০০০–২৬,৫৯০ (গ্রেড–১৩)।
৯. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর — পদসংখ্যা: ০২। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান; কম্পিউটার দক্ষতা ও টাইপিং গতি (বাংলা ২৫ ও ইংরেজি ৩০ শব্দ/মিনিট)। বেতনস্কেল: ১১,০০০–২৬,৫৯০ (গ্রেড–১৩)।
১০. মার্কেট সুপারিনটেনডেন্ট — পদসংখ্যা: ০১। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ও সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা; সরকারি/স্থানীয় কর্তৃপক্ষে বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। বেতনস্কেল: ১০,২০০–২৪,৬৮০ (গ্রেড–১৪)।
১১. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর — পদসংখ্যা: ০১। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান; টাইপিং গতি: বাংলা ২৫ ও ইংরেজি ৩০ শব্দ/মিনিট। বেতনস্কেল: ১০,২০০–২৪,৬৮০ (গ্রেড–১৪)।
১২. ড্রাফটসম্যান — পদসংখ্যা: ০৪। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নকশাবিদ ডিপ্লোমা; সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা। বেতনস্কেল: ৯,৭০০–২৩,৪৯০ (গ্রেড–১৫)।
১৩. ড্রাইভার — পদসংখ্যা: ০৪। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি; বৈধ ড্রাইভিং লাইসেন্স ও ৩ বছরের অভিজ্ঞতা। বেতনস্কেল: ৯,৭০০–২৩,৪৯০ (গ্রেড–১৫)।
১৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক — পদসংখ্যা: ১১। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান; টাইপিং গতি: বাংলা ২০ ও ইংরেজি ২০ শব্দ/মিনিট; কম্পিউটার দক্ষতা প্রয়োজন। বেতনস্কেল: ৯,৩০০–২২,৪৯০ (গ্রেড–১৬)।
১৫. মেইনটেন্যান্স ইন্সপেক্টর — পদসংখ্যা: ০২। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান; রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতায় ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতনস্কেল: ৯,৩০০–২২,৪৯০ (গ্রেড–১৬)।
১৬. সহকারী ক্যাশিয়ার — পদসংখ্যা: ০১। শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক; সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা। বেতনস্কেল: ৯,৩০০–২২,৪৯০ (গ্রেড–১৬)।
১৭. ইমারত পরিদর্শক — পদসংখ্যা: ১৮। শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমান; সার্ভে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। বেতনস্কেল: ৯,৩০০–২২,৪৯০ (গ্রেড–১৬)।
১৮. সার্ভেয়ার — পদসংখ্যা: ০২। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান ও সার্ভে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ; অভিজ্ঞ হলে অগ্রাধিকার। বেতনস্কেল: ৯,৩০০–২২,৪৯০ (গ্রেড–১৬)।
১৯. ইলেকট্রিশিয়ান — পদসংখ্যা: ০১। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি; ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা ও বৈধ A.B.C লাইসেন্স আবশ্যক। বেতনস্কেল: ৮,৮০০–২১,৩১০ (গ্রেড–১৮)।
২০. অটো-ইলেকট্রিশিয়ান — পদসংখ্যা: ০১। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি; অটো-ইলেকট্রিক্যাল পার্টস মেরামতে বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। বেতনস্কেল: ৮,৮০০–২১,৩১০ (গ্রেড–১৮)।
২১. পাম্পচালক — পদসংখ্যা: ০২। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি; সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা। বেতনস্কেল: ৮,৫০০–২০,৫৭০ (গ্রেড–১৯)।
২২. লিফটম্যান — পদসংখ্যা: ০২। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি; লিফটম্যান হিসেবে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। বেতনস্কেল: ৮,৫০০–২০,৫৭০ (গ্রেড–১৯)।
২৩. এস্কেলেটর অপারেটর — পদসংখ্যা: ০২। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি; সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। বেতনস্কেল: ৮,৫০০–২০,৫৭০ (গ্রেড–১৯)।
২৪. মুয়াজ্জিন — পদসংখ্যা: ০১। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম দাখিল পাস; কোরআনে হাফেজ ও সুমিষ্ট স্বরে আজান দেওয়ার দক্ষতা থাকতে হবে। বেতনস্কেল: ৮,৫০০–২০,৫৭০ (গ্রেড–১৯)।
২৫. সহকারী পাম্পচালক — পদসংখ্যা: ০১। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি; সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতনস্কেল: ৮,২৫০–২০,০১০ (গ্রেড–২০)।
২৬. অফিস সহায়ক — পদসংখ্যা: ১২। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি; সাইকেল চালনায় পারদর্শী হতে হবে। বেতনস্কেল: ৮,২৫০–২০,০১০ (গ্রেড–২০)।
২৭. প্রসেস সার্ভার — পদসংখ্যা: ০৩। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি; বেতনস্কেল: ৮,২৫০–২০,০১০ (গ্রেড–২০)।
২৮. ইলেকট্রিক হেলপার — পদসংখ্যা: ০৩। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি; সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতনস্কেল: ৮,২৫০–২০,০১০ (গ্রেড–২০)।
২৯. নিরাপত্তা প্রহরী — পদসংখ্যা: ১৪। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি; সু-স্বাস্থ্য এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা; সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে। বেতনস্কেল: ৮,২৫০–২০,০১০ (গ্রেড–২০)।
৩০. মালি — পদসংখ্যা: ০৪। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি; সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতনস্কেল: ৮,২৫০–২০,০১০ (গ্রেড–২০)।
৩১. পরিচ্ছন্নতাকর্মী — পদসংখ্যা: ১২। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি; সু-স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা; লেখাপড়া জানলে অগ্রাধিকার। বেতনস্কেল: ৮,২৫০–২০,০১০ (গ্রেড–২০)।
আবেদনের নিয়ম
আবেদনপত্র সচিব, চউক বরাবর অফিস সময়ের মধ্যে জমা দিতে হবে। নির্ধারিত আবেদন ফরম চউকের ওয়েবসাইট www.cda.gov.bd থেকে ডাউনলোড করা যাবে।
আবেদন লিঙ্কঃ 👉 বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন