প্রকাশের তারিখ: ০৩ ডিসেম্বর ২০২৫
আবেদনের সময়: ০৪ ডিসেম্বর ২০২৫ – ২৫ জানুয়ারি ২০২৬
বয়সসীমা: ১৭–২২ বছর (০১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে)
আবেদন ফি: ৩০০ টাকা (পরীক্ষা ফি ২০০ + অনলাইন রেজিস্ট্রেশন ১০০)
পদের বিবরণ
১. সাধারণ ট্রেড (GD)
- যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৩.০০
২. টেকনিক্যাল ট্রেড (TT)
- যোগ্যতা:
- এসএসসি ভোকেশনালে সংশ্লিষ্ট বিষয়ে জিপিএ–৩.০০
- অথবা এসএসসি/সমমান + ন্যূনতম ৩ মাস মেয়াদি কারিগরি কোর্স
- বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা প্যারামেডিক কোর্স সম্পন্নকারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন
শারীরিক যোগ্যতা
পুরুষ:
- উচ্চতা: ১.৬৫ মিটার (ক্ষুদ্র জাতিগোষ্ঠী: ১.৬৩ মিটার)
- ওজন: ন্যূনতম ৪৯.৯০ কেজি
নারী:
- উচ্চতা: ১.৫৫ মিটার (ক্ষুদ্র জাতিগোষ্ঠী: ১.৫২ মিটার)
- ওজন: ন্যূনতম ৪৭ কেজি
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
প্রশিক্ষণ
- ৩৬ সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে
আবেদন সংক্রান্ত নির্দেশনা
- টেলিটক সিম থেকে এসএমএস করে USER ID ও Password প্রাপ্তির পর http://sainik.teletalk.com.bd থেকে আবেদন করতে হবে।
- আবেদন শেষে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে (৭ দিনের মধ্যে)।
পরীক্ষার তারিখ ও কেন্দ্র:
- পরীক্ষার ৭২ ঘণ্টা আগে টেলিটক এসএমএসে জানানো হবে
যারা আবেদন করতে পারবেন না:
- সশস্ত্র বাহিনী/সরকারি চাকরি থেকে বরখাস্ত
- সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত
- ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত
- আবেদনের লিঙ্ক: http://sainik.teletalk.com.bd