আহ্ছানিয়া মিশন মেডিকেল কলেজে উপাধ্যক্ষসহ মোট ১০ ক্যাটাগরির পদে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ নেই।
📅 আবেদনের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৫
📌 যে পদগুলোতে নিয়োগ দেওয়া হবে
১) অধ্যক্ষ
২) উপাধ্যক্ষ
৩) অধ্যাপক (অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, মেডিসিন, গাইনি ও অবস, ইএনটি, অ্যানেসথেসিওলজি, নিউরোসার্জারি, প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক, পেডিয়াট্রিক সার্জারি)
৪) সহযোগী অধ্যাপক
৫) সহকারী অধ্যাপক
৬) আরপি/আরএস
৭) রেজিস্ট্রার (চক্ষু, ইএনটি, অর্থোপেডিকস)
৮) সহকারী রেজিস্ট্রার
৯) লেকচারার (সব বিভাগ)
১০) ল্যাবরেটরি মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওলজি, প্যাথলজি)
🎓 যোগ্যতা (সকল পদে)
সকল পদের যোগ্যতা ও অভিজ্ঞতা BM&DC এবং Private Medical College/Dental College Act 2022 অনুযায়ী হতে হবে।
প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা ও প্রকাশনা থাকতে হবে।
টেকনোলজিস্ট পদের জন্য—
📌 সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে BSc ইন মেডিকেল ল্যাবরেটরি বা ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি।
💰 বেতন–ভাতা
➡️ আলোচনা সাপেক্ষে
📬 আবেদন পাঠানোর নিয়ম
যা যা পাঠাতে হবে:
- ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
- জীবনবৃত্তান্ত (CV)
- সকল শিক্ষাগত সনদ
- অভিজ্ঞতার সনদ
- জাতীয়তা সনদ
📮 ডাকযোগে / সরাসরি / ই-মেইলে আবেদন করা যাবে।
📍 আবেদন পাঠানোর ঠিকানা
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত),
আহ্ছানিয়া মিশন মেডিকেল কলেজ
প্লট ৩, বেড়িবাঁধ সংলগ্ন, সেক্টর–১০, উত্তরা, ঢাকা–১২৩০
📅 আবেদনের শেষ সময়
➡️ ১০ ডিসেম্বর ২০২৫