জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET) তাদের নিয়ন্ত্রণাধীন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (IMT), কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (TTC) ও শিক্ষানবিশি প্রশিক্ষণ দপ্তরে ৬টি ভাষায় অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োগ দেবে। মোট পদ সংখ্যা ১২৪।


পদের নাম

অতিথি ভাষা প্রশিক্ষক


ভাষাভিত্তিক পদসংখ্যা ও যোগ্যতা

১. জাপানিজ ভাষা

  • পদসংখ্যা: ৫১
  • যোগ্যতা: ন্যূনতম এইচএসসি/সমমান। JLPT N3 বা সমমান পাস হতে হবে।
  • অগ্রাধিকার: জাপানে ৩+ বছর অবস্থান বা স্বনামধন্য প্রতিষ্ঠানে ৩+ বছর প্রশিক্ষক অভিজ্ঞতা।

২. কোরিয়ান ভাষা

  • পদসংখ্যা: ০১
  • যোগ্যতা: এইচএসসি/সমমান। TOPIK Level-3 বা সমমান।
  • অগ্রাধিকার: কোরিয়ায় ৩+ বছর অবস্থান বা ৩+ বছর প্রশিক্ষক অভিজ্ঞতা।

৩. ইংরেজি ভাষা

  • পদসংখ্যা: ৩১
  • যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর।
  • অগ্রাধিকার: ইংরেজিভাষী দেশে ৩+ বছর অভিজ্ঞতা, ৩+ বছর প্রশিক্ষক অভিজ্ঞতা, অথবা IELTS 6.5 স্কোরধারী।

৪. আরবি ভাষা

  • পদসংখ্যা: ২৬
  • যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর/সমমান।
  • অগ্রাধিকার: আরবি ভাষাভাষী দেশে ৩+ বছর অবস্থান বা প্রশিক্ষক অভিজ্ঞতা।

৫. জার্মান ভাষা

  • পদসংখ্যা: ০৭
  • যোগ্যতা: এইচএসসি/সমমান। German Language Level-B1 পাস।
  • অগ্রাধিকার: জার্মানিতে ৩+ বছর কাজের অভিজ্ঞতা বা প্রশিক্ষক হিসেবে ৩+ বছর অভিজ্ঞতা।

৬. ইতালিয়ান ভাষা

  • পদসংখ্যা: ০৮
  • যোগ্যতা: এইচএসসি/সমমান। Italian Language Level-A2 পাস।
  • অগ্রাধিকার: ইতালিতে ৩+ বছর অভিজ্ঞতা বা স্বনামধন্য প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ৩+ বছর অভিজ্ঞতা।

বয়সসীমা

২২–৪৫ বছর (অভিজ্ঞ হলে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)


বেতন

ঘণ্টাপ্রতি ৮০০ টাকা


আবেদনের নিয়ম

BMET–এর ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে।
পূরণকৃত ফরমের স্ক্যান কপি পাঠাতে হবে এই ইমেইলে:
📩 bmettrs@gmail.com


আবেদনের শেষ তারিখ

৮ ডিসেম্বর ২০২৫


নির্দেশনা ও শর্ত

  • সম্মানীর ওপর ১০% আয়কর কাটা হবে
  • আমন্ত্রণ প্রাপ্তির ভিত্তিতে নিয়োগ, যেকোনো সময় বাতিলযোগ্য
  • লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই
  • দেশের যেকোনো জেলা/উপজেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে