স্থানীয় সরকার বিভাগ – বড় নিয়োগ
পদসংখ্যা: ৮৯৭
অনলাইন আবেদন শুরু: ২০ নভেম্বর ২০২৫, সকাল ১০:০০
অনলাইন আবেদন শেষ: ১৫ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫:০০
আবেদন ফি:
- ১–১০ নম্বর পদের জন্য: ২২৩ টাকা
- ১১ নম্বর পদ: ১৬৮ টাকা
- ১২ নম্বর পদ: ১১২ টাকা
- অনগ্রসর নাগরিকদের জন্য সকল পদের আবেদন ফি: ৫০ টাকা
বয়স সীমা: ১/১১/২০২৫ অনুযায়ী, এসএসসি সনদ প্রমাণযোগ্য।
- পৌর নির্বাহী কর্মকর্তা (ক শ্রেণি) – ২৬টি পদ, গ্রেড-৯
- হিসাবরক্ষণ কর্মকর্তা – ৩১টি পদ, গ্রেড-৯
- সহকারী প্রকৌশলী (সিভিল) – ৮৪টি পদ, গ্রেড-৯
- মেডিকেল অফিসার – ১৭৭টি পদ, গ্রেড-৯
- শহর পরিকল্পনাবিদ – ১৬৮টি পদ, গ্রেড-৯
- সমাজ উন্নয়ন কর্মকর্তা – ৫৭টি পদ, গ্রেড-৯
- উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) – ৭৭টি পদ, গ্রেড-১০
- উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) – ১২২টি পদ, গ্রেড-১০
- উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) – ৮১টি পদ, গ্রেড-১০
- পৌর নির্বাহী কর্মকর্তা (খ শ্রেণি) – ২০টি পদ, গ্রেড-১০
- প্রশাসনিক কর্মকর্তা (ক শ্রেণি) – ৪৫টি পদ, গ্রেড-১২
- প্রশাসনিক কর্মকর্তা (খ শ্রেণি) – ৯টি পদ, গ্রেড-১৩
আবেদনের প্রক্রিয়া—
আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
পরীক্ষার তথ্য: পরীক্ষার তারিখ, সময় ও স্থান যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এবং স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটে জানানো হবে।