বাংলাদেশ সেনাবাহিনী – কুয়েতে ডেপুটেশনে নিয়োগ ২০২৫

প্রকাশের তারিখ: ০২ নভেম্বর ২০২৫
প্রতিষ্ঠান: বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম: নিউক্লিয়ার মেডিসিন টেকনিশিয়ান (ওকেপি-৫)
পদসংখ্যা:
কর্মস্থল: কুয়েত
প্রাথমিক নিয়োগকাল: ৩ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
শারীরিক যোগ্যতা:

  • উচ্চতা: সর্বনিম্ন ৫′–৪″
  • স্থূলতা বর্জিত
  • সম্মিলিত সামরিক হাসপাতালে ডাক্তারি পরীক্ষায় যোগ্য

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার মেডিসিন টেকনিশিয়ান বিষয়ে ডিপ্লোমা/স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি (ন্যূনতম ২য় শ্রেণি / GPA 2.7)।
  • নিউক্লিয়ার মেডিসিন টেকনিশিয়ান হিসেবে ন্যূনতম ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
  • আরবি ভাষা জ্ঞানসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার।

বেতন ও ভাতা

  • মূল বেতন: ৮৭৭ কেডি (প্রায় ৩,৪৮,১৬৯ টাকা বাংলাদেশি মুদ্রায়, ১ কেডি = ৩৯৭ টাকা)

আবেদনের নিয়ম

  • দরখাস্ত ও প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে/স্বহস্তে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে।
  • স্ক্যান কপি প্রাপ্তি নিশ্চিত করতে trgmeddte@gmail.com ঠিকানায় প্রেরণ করার অনুরোধ করা হলো।
  • ঠিকানা: পরিচালক, চিকিৎসা পরিদপ্তর, সেনা সদর, ঢাকা সেনানিবাস।
  • আবেদন ফি: ২০০০ টাকা (ব্যাংক ড্রাফট/পে-অর্ডার)
  • আবেদনের শেষ তারিখ: ১৮ নভেম্বর ২০২৫