বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এ ৭ম থেকে ১৬তম গ্রেডের মোট ১৪টি পদে নিয়োগ দেওয়া হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য নয়। আবেদন করা যাবে ২৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত।


🔰 নিয়োগের বিস্তারিত তথ্য

বিষয়বিস্তারিত
প্রতিষ্ঠানের নামবাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)
চাকরির ধরনসরকারি কোম্পানি
মোট পদসংখ্যা১৪টি
গ্রেড৭ম–১৬তম গ্রেড
বয়সসীমা১ম ক্রমিক পদে ৩৫–৪০ বছর, অন্যান্য পদের জন্য সর্বোচ্চ ৩২ বছর
বেতন স্কেল৯,৩০০–৬৩,৪১০ টাকা (পদভেদে)
আবেদন শুরু২ নভেম্বর ২০২৫, সকাল ১০টা
আবেদন শেষ তারিখ২৩ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা
আবেদন মাধ্যমঅনলাইন আবেদন
ওয়েবসাইটhttps://boesl.gov.bd

📋 পদ ও বিবরণ

ক্র.পদের নামপদসংখ্যাশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাবেতন স্কেল
সহকারী মহাব্যবস্থাপক০৩স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। প্রশাসন/হিসাব/পরিকল্পনা/গবেষণা/মার্কেটিং/উন্নয়নমূলক কাজে ৯ম গ্রেডে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। ইংরেজি ও অন্য একটি বিদেশি ভাষায় দক্ষতা।২১,০০০–৬৩,৪১০ (গ্রেড-৭)
উপব্যবস্থাপক০১যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়। ইংরেজিতে পারদর্শী ও কম্পিউটার চালনায় দক্ষ।১৬,০০০–৩৮,৬৪০ (গ্রেড-১০)
সহকারী ব্যবস্থাপক০৬যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। MS Office–এ কাজের অভিজ্ঞতা ও ইংরেজিতে দক্ষতা।১২,৫০০–৩০,২৩০ (গ্রেড-১১)
কম্পিউটার অপারেটর০৩স্নাতক ডিগ্রি। টাইপিং গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ/মিনিট। এক্সেল ও পাওয়ারপয়েন্টে কাজ জানাতে হবে।১১,০০০–২৬,৫৯০ (গ্রেড-১৩)
ইলেকট্রিশিয়ান০১ভোকেশনাল বোর্ড থেকে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/মেইনটেন্যান্স ট্রেডে SSC ও ৩ বছরের কাজের অভিজ্ঞতা।৯,৩০০–২২,৪৯০ (গ্রেড-১৬)

💰 আবেদন ফি

পদআবেদন ফিসার্ভিস চার্জমোট ফি
ক্র. ১ ও ২২০০ টাকা২৩ টাকা২২৩ টাকা
ক্র. ৩১৫০ টাকা১৮ টাকা১৬৮ টাকা
ক্র. ৪ ও ৫১০০ টাকা১২ টাকা১১২ টাকা

🕒 আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে।


📎 গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
  • আবেদনের বিস্তারিত নির্দেশনা ও ফরম পাওয়া যাবে boesl.gov.bd ওয়েবসাইটে।

👉 বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

অফিসিয়াল সার্কুলার দেখুন