বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এ ৭ম থেকে ১৬তম গ্রেডের মোট ১৪টি পদে নিয়োগ দেওয়া হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য নয়। আবেদন করা যাবে ২৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
🔰 নিয়োগের বিস্তারিত তথ্য
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) |
| চাকরির ধরন | সরকারি কোম্পানি |
| মোট পদসংখ্যা | ১৪টি |
| গ্রেড | ৭ম–১৬তম গ্রেড |
| বয়সসীমা | ১ম ক্রমিক পদে ৩৫–৪০ বছর, অন্যান্য পদের জন্য সর্বোচ্চ ৩২ বছর |
| বেতন স্কেল | ৯,৩০০–৬৩,৪১০ টাকা (পদভেদে) |
| আবেদন শুরু | ২ নভেম্বর ২০২৫, সকাল ১০টা |
| আবেদন শেষ তারিখ | ২৩ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা |
| আবেদন মাধ্যম | অনলাইন আবেদন |
| ওয়েবসাইট | https://boesl.gov.bd |
📋 পদ ও বিবরণ
| ক্র. | পদের নাম | পদসংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | বেতন স্কেল |
|---|---|---|---|---|
| ১ | সহকারী মহাব্যবস্থাপক | ০৩ | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। প্রশাসন/হিসাব/পরিকল্পনা/গবেষণা/মার্কেটিং/উন্নয়নমূলক কাজে ৯ম গ্রেডে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। ইংরেজি ও অন্য একটি বিদেশি ভাষায় দক্ষতা। | ২১,০০০–৬৩,৪১০ (গ্রেড-৭) |
| ২ | উপব্যবস্থাপক | ০১ | যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়। ইংরেজিতে পারদর্শী ও কম্পিউটার চালনায় দক্ষ। | ১৬,০০০–৩৮,৬৪০ (গ্রেড-১০) |
| ৩ | সহকারী ব্যবস্থাপক | ০৬ | যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। MS Office–এ কাজের অভিজ্ঞতা ও ইংরেজিতে দক্ষতা। | ১২,৫০০–৩০,২৩০ (গ্রেড-১১) |
| ৪ | কম্পিউটার অপারেটর | ০৩ | স্নাতক ডিগ্রি। টাইপিং গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ/মিনিট। এক্সেল ও পাওয়ারপয়েন্টে কাজ জানাতে হবে। | ১১,০০০–২৬,৫৯০ (গ্রেড-১৩) |
| ৫ | ইলেকট্রিশিয়ান | ০১ | ভোকেশনাল বোর্ড থেকে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/মেইনটেন্যান্স ট্রেডে SSC ও ৩ বছরের কাজের অভিজ্ঞতা। | ৯,৩০০–২২,৪৯০ (গ্রেড-১৬) |
💰 আবেদন ফি
| পদ | আবেদন ফি | সার্ভিস চার্জ | মোট ফি |
|---|---|---|---|
| ক্র. ১ ও ২ | ২০০ টাকা | ২৩ টাকা | ২২৩ টাকা |
| ক্র. ৩ | ১৫০ টাকা | ১৮ টাকা | ১৬৮ টাকা |
| ক্র. ৪ ও ৫ | ১০০ টাকা | ১২ টাকা | ১১২ টাকা |
🕒 আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে।
📎 গুরুত্বপূর্ণ নির্দেশনা
- শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
- আবেদনের বিস্তারিত নির্দেশনা ও ফরম পাওয়া যাবে boesl.gov.bd ওয়েবসাইটে।
👉 বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন