প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫
বেসরকারি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (IUB) ছয়টি বিভাগে অধ্যাপক, সহকারী/সহযোগী অধ্যাপক ও প্রভাষক নিয়োগ দিচ্ছে।
পদসংখ্যা: অনির্দিষ্ট
আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৫
📌 পদের নাম ও বিভাগ
- সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক
- বিভাগ: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
- বিষয়: VLSI Design এবং Microelectronics
- সহকারী অধ্যাপক ও প্রভাষক
- বিভাগ: মিডিয়া ও কমিউনিকেশন
- সহযোগী অধ্যাপক (সমাজবিজ্ঞান ও উন্নয়ন স্টাডিজ) ও সহকারী অধ্যাপক (সমাজবিজ্ঞান)
- বিভাগ: সামাজিক বিজ্ঞান ও মানবিক
- অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক
- বিভাগ: মানবসম্পদ ব্যবস্থাপনা
- সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক ও প্রভাষক
- বিভাগ: আন্তর্জাতিক ব্যবসা
- সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক
- বিভাগ: ব্যবস্থাপনা
📝 আবেদনের নিয়ম
- আবেদন করতে হবে IUB ওয়েবসাইটের মাধ্যমে।
- বিস্তারিত তথ্য ও আবেদন করতে ভিজিট করুন: IUB চাকরির পাতা
- এছাড়া QR কোড স্ক্যান করেও আবেদন করা যাবে।
✅ আবেদন করার শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৫