বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ৩০টি ভিন্ন ক্যাটাগরিতে ২১৪ জনকে স্থায়ী জনবল নিয়োগ দেবে। এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন শুরু: ৮ অক্টোবর ২০২৫, সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ: ৭ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা


পদ ও সংখ্যা

১. সহকারী নৌ-প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান ও ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার (ডিজেল) – ৩ জন
২. তত্ত্বাবধায়ক (তড়িৎ), ঊর্ধ্বতন কারিগরি সহকারী (তড়িৎ), উপসহকারী প্রকৌশলী (তড়িৎ) – ২ জন
৩. উপসহকারী প্রকৌশলী (পুরকৌশল), এস্টিমেটর (সিভিল) – ১২ জন
৪. সহকারী কারিগরি কর্মকর্তা (জাহাজ/মেরিন), তত্ত্বাবধায়ক (ডিজেল/নির্মাণ), যান্ত্রিক/জাহাজ নির্মাণ তত্ত্বাবধায়ক, ঊর্ধ্বতন কারিগরি সহকারী (যান্ত্রিক/ডিজেল/জাহাজ নির্মাণ), এস্টিমেটর ও উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক/মেরিন) – ১১ জন
৫. সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী নিরীক্ষা কর্মকর্তা – ১ জন
৬. প্রশিক্ষক (ডেক) – ১ জন
৭. প্রশিক্ষক (ইঞ্জিন) – ১ জন
৮. ডুবুরি – ২ জন
৯. কম্পিউটার অপারেটর – ২ জন
১০. কারিগরি সহকারী – ৩ জন
১১. কারিগরি সহকারী (তড়িৎ) – ২ জন
১২. কারিগরি সহকারী (মেরিন/ডিজেল/জাহাজ নির্মাণ/মেকানিক্যাল) – ৭ জন
১৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ৫ জন
১৪. নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক – ২০ জন
১৫. স্পিডবোট ড্রাইভার – ২ জন
১৬. মটর মেকানিক/ডিজেল মেকানিক/মেকানিক – ৬ জন
১৭. শুল্ক আদায়কারী – ৬ জন
১৮. ড্রাইভার – ২ জন
১৯. ইলেকট্রিক মেকানিক (স্যালভেজ জাহাজ), ইলেকট্রিশিয়ান (জাহাজ) – ৫ জন
২০. ইলেকট্রিশিয়ান/ইলেকট্রিশিয়ান কাম-পাম্প ড্রাইভার/পাম্প ড্রাইভার কাম-ইলেকট্রিশিয়ান – ৩ জন
২১. লস্কর – ২১ জন
২২. মার্কম্যান – ৬ জন
২৩. অফিস সহায়ক – ১৫ জন
২৪. শুল্ক প্রহরী – ২৩ জন
২৫. নিরাপত্তা প্রহরী/টার্মিনাল গার্ড – ২৯ জন
২৬. স্টোর হেলপার – ৫ জন
27. বাস হেলপার – ১ জন
28. নাইট গার্ড – ৪ জন
29. মালি – ১ জন
30. পরিচ্ছন্নতাকর্মী – ১৩ জন

মোট পদসংখ্যা: ২১৪ জন


আবেদনের যোগ্যতা ও বয়সসীমা

  • বয়স: ১৫ অক্টোবর ২০২৫ তারিখে সাধারণ প্রার্থীদের জন্য ১৮–৩২ বছর।
  • বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।

আবেদন প্রক্রিয়া

  • আবেদন করতে হবে অনলাইনে
  • আবেদন ফি:
    • ১–৪ নং পদে: ২২৩ টাকা
    • ৫–৮ নং পদে: ১৬৮ টাকা
    • ৯–২০ নং পদে: ১১২ টাকা
    • ২১–৩০ নং পদে: ৫৬ টাকা
    • ক্ষুদ্র নৃগোষ্ঠী/প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের জন্য সব গ্রেডে: ৫৬ টাকা
  • আবেদনের বিস্তারিত তথ্যে ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।