আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণাপ্রতিষ্ঠান আইসিডিডিআরবি মতলব হাসপাতালে ৯ জন চিকিৎসক নিয়োগ দিচ্ছে। পদগুলো কেবল বাংলাদেশি নাগরিকদের জন্য।

পদসংক্রান্ত তথ্য একনজরে

  • পদসংখ্যা:
  • কর্মস্থল: মতলব হাসপাতাল, চাঁদপুর
  • বেতন: মাসিক ৯১,৫৪০ টাকা (বাসাভাড়া, যাতায়াত খরচসহ)
  • চুক্তি: সিএসএ ভিত্তিক ১১ মাস
  • সুবিধা: উৎসব বোনাস, আয়কর icddr,b বহন করবে, ক্যানটিনে সুলভ মূল্যে খাবারের সুবিধা

যোগ্যতা ও অভিজ্ঞতা

  • স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি
  • বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের বৈধ নিবন্ধন
  • কমপক্ষে ১ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা
  • MPH ডিগ্রি ও গবেষণার অভিজ্ঞতা থাকলে প্রাধান্য
  • মতলবে দীর্ঘমেয়াদি অবস্থানের ইচ্ছা

আবেদন প্রক্রিয়া

যোগ্য প্রার্থীরা career.icddrb.org ওয়েবসাইটে ১১ অক্টোবর ২০২৫–এর মধ্যে আবেদন করতে পারবেন।
শর্টলিস্টকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারে অংশ নিতে হবে।