পদ: পরিসংখ্যানবিদ

*পদসংখ্যা: ৮

*যোগ্যতা: পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমান, কম্পিউটার দক্ষতা

*বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
বয়সসীমা

*৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ১৮–৩২ বছর।

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হলে নির্দিষ্ট ওয়েবসাইটে অনলাইনে ফরম পূরণ করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি ও নির্দেশনা ওই লিংকে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো জটিলতা হলে টেলিটক নম্বর থেকে ১২১–এ যোগাযোগ করা যাবে।

এক ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না।

সমস্যা হলে যোগাযোগ:
📧 alljobs.query@teletalk.com.bd
📧 netrokona@cs.dghs.gov.bd
আবেদন ফি

১–৫ নং পদ: ২২৩ টাকা

৬ নং পদ: ১১২ টাকা

ফি জমার সময়: আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে

সময়সীমা

আবেদন শুরু: ৯ সেপ্টেম্বর ২০২৫

শেষ তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৫