প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন গুপ্তসংকেত পরিদপ্তর–এ ১৫ থেকে ২০তম গ্রেডে ৬টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদন করা যাবে।
📌 পদসমূহ
১️. সাইফার সহকারী–কাম–কম্পিউটার মুদ্রাক্ষরিক – ২ জন
📚 এইচএসসি পাশ
⌨️ বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপের দক্ষতা
💰 বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
২️. বাইন্ডার কাম–মেশিন অপারেটর – ১ জন
📚 এইচএসসি পাশ
🔧 বাঁধাই ও মুদ্রণ যন্ত্র পরিচালনায় ৩ বছরের অভিজ্ঞতা
💰 বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৩️. অফিস সহায়ক – ২ জন
📚 এসএসসি পাশ
💰 বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
৪️. পরিচ্ছন্নতাকর্মী – ১ জন
📚 জেএসসি বা অষ্টম শ্রেণি পাশ
👥 ৮০% পদ জাত হরিজনদের জন্য সংরক্ষিত
💰 বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
⏳ বয়সসীমা
👉 ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স ১৮–৩২ বছর হতে হবে।
📝 আবেদনের নিয়ম
- আবেদন করতে হবে অনলাইনে
- সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
- তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে
- নিয়োগসংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত
💳 আবেদন ফি
- পদ ১–২: ১১২ টাকা (১০০ টাকা ফি + ১২ টাকা চার্জ)
- পদ ৩–৪: ৫৬ টাকা (৫০ টাকা ফি + ৬ টাকা চার্জ)
- অনগ্রসর নাগরিকদের জন্য (সব পদে): ৫৬ টাকা
📌 ফি অবশ্যই আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে
👉 বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন এখানে: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট
বিস্তারিতঃ https://shorturl.at/GWkSu