পদের নাম ও বিবরণ
১. মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার
- অধীনস্থ প্রতিষ্ঠান: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা
- পদসংখ্যা: ১ (অস্থায়ী)
- গ্রেড: ৬
- বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০/-
- যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/ CSE / EEE / ICT বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি (ন্যূনতম ২য় শ্রেণি/CGPA সমমান)
- অভিজ্ঞতা: সরকারি/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ৪ বছর অভিজ্ঞতা ও কমিশন কর্তৃক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ
- বয়সসীমা: ৩৫ বছর
২. উপপরিচালক (টেকনিক্যাল)
- অধীনস্থ প্রতিষ্ঠান: পররাষ্ট্র মন্ত্রণালয়
- পদসংখ্যা: ১ (স্থায়ী)
- গ্রেড: ৬
- বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০/-
- যোগ্যতা:
- সমুদ্রবিজ্ঞান/মেরিন সায়েন্স/হাইড্রোগ্রাফি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (ন্যূনতম ২য় শ্রেণি/CGPA সমমান)
- অথবা ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি (ন্যূনতম ২য় শ্রেণি/CGPA সমমান)
- অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ও সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত
- অভিজ্ঞতা: আন্তর্জাতিক সমুদ্র আইনে বিশেষ প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট কাজে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা
- বয়সসীমা: ৩৮ বছর
৩. সহকারী অধ্যাপক (নন-কারিগরি)
- অধীনস্থ প্রতিষ্ঠান: বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বস্ত্র অধিদপ্তর
- পদসংখ্যা: ২ (স্থায়ী) (রসায়ন ১টি, পদার্থ ১টি)
- গ্রেড: ৬
- বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০/-
- যোগ্যতা:
- সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি
- অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ও দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি
- ৪ বছর মেয়াদি সম্মান ডিগ্রি গ্রহণযোগ্য
- (শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়)
- অভিজ্ঞতা: ৫ বছরের শিক্ষকতা বা চাকরির অভিজ্ঞতা
- বয়সসীমা: ৩৫ বছর
আবেদনের সময়সীমা
- শুরু: ২১ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২টা
- শেষ: ২০ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ৬টা
আবেদন করার নিয়ম
১. টেলিটক ওয়েবসাইট অথবা PSC ওয়েবসাইটে http://bpsc.teletalk.com.bd/ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
২. আবেদনপত্র পূরণ করতে হবে BPSC ফরম-৫এ ব্যবহার করে।
৩. ফি জমাদান করতে হবে এসএমএসের মাধ্যমে।
৪. আবেদন জমা দেওয়ার আগে অবশ্যই বিজ্ঞপ্তির নির্দেশনা ভালোভাবে পড়ে নিতে হবে।
👉 বিশেষ নির্দেশনা:
- মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র জাতিসত্তা, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণপত্র দাখিল আবশ্যক।
- স্বাক্ষর আপলোডের মাপ:
300×80 pixel, সাইজ সর্বোচ্চ60 KB(jpg ফরম্যাট)। - ডিপ্লোমা আবশ্যক পদের ক্ষেত্রে উচ্চতর ডিগ্রি থাকলেও ডিপ্লোমা ছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না।