প্রতিষ্ঠান: জীবন বীমা করপোরেশন
পদ: বিমা প্রতিনিধি (এজেন্ট)/কনসালট্যান্ট (পূর্ণকালীন ও খণ্ডকালীন)
পদসংখ্যা: ৩০ জন

যোগ্যতা

  • ন্যূনতম এইচএসসি/সমমান ডিগ্রি।
  • অনার্স, ডিগ্রি, মাস্টার্স/এমবিএ পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
  • সরকারি/বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত ব্যক্তিরাও খণ্ডকালীন হিসেবে কাজ করতে পারবেন।
  • ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন

  • পূর্ণকালীন ও খণ্ডকালীন

বয়সসীমা

  • ১৮ থেকে ৬৫ বছর

কর্মস্থল

  • ঢাকা

বেতন ও সুবিধা

  • জীবন বীমা করপোরেশন বিধি অনুযায়ী কমিশন ভিত্তিক বেতন।
  • মাসিক বেতনের পাশাপাশি নীতিমালা অনুসারে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ

📅 ৩১ আগস্ট ২০২৫ (রোববার)

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

📧 আপনার সিভি পাঠান নিচের ইমেইল ঠিকানায়ঃ
jbc.jibanbima.bd@gmail.com


আবেদন করার আগে পড়ুন

ই-মেইলে আবেদন করার সময় অবশ্যই নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে:

  • পূর্ণাঙ্গ সিভি/বায়োডাটা
  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
  • জন্ম নিবন্ধন সনদজাতীয় পরিচয়পত্রের কপি
  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
  • অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)

👉 বায়োডাটায় অবশ্যই দুইজন রেফারেন্স ব্যক্তির নাম, পদবি, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে, যারা আপনাকে ভালোভাবে চেনেন।