প্রকাশের তারিখ: ২৬ আগস্ট ২০২৫
মোট শূন্যপদ: ৩৯ টি (১৩তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত)
চাকরির প্রকৃতি: অস্থায়ী ভিত্তিতে, জেলা প্রশাসকের অধীনে লালমনিরহাটের বিভিন্ন অফিস (সার্কিট হাউসসহ)
পদসমূহ ও শিক্ষাগত যোগ্যতা
| নং | পদনাম | পদসংখ্যা | গ্রেড | শিক্ষাগত যোগ্যতা ও শর্ত |
|---|---|---|---|---|
| 1 | কম্পিউটার অপারেটর | ১ | ১৩তম | বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান/সমমান), বাংলা ২৫ ও ইংরেজি ৩০ শব্দ/মিনিট মুদ্রাক্ষর, Standard Aptitude Test উত্তীর্ণ |
| 2 | অফিস সহায়ক-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ৮ | ১৬তম | উচ্চমাধ্যমিক বা সমমান, কম্পিউটার চালনায় অভিজ্ঞতা, বাংলা ও ইংরেজি ২০ শব্দ/মিনিট মুদ্রাক্ষর |
| 3 | বেঞ্চ সহকারী | ৫ | ১৬তম | উচ্চমাধ্যমিক বা সমমান, কম্পিউটার দক্ষতা থাকতে হবে |
| 4 | কপিস্ট | ৪ | ১৬তম | উচ্চমাধ্যমিক বা সমমান, কম্পিউটার দক্ষতা থাকতে হবে |
| 5 | অফিস সহায়ক | ৬ | ২০তম | মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ |
| 6 | নিরাপত্তাপ্রহরী | ৯ | ২০তম | মাধ্যমিক বা সমমান, সুস্বাস্থ্যপ্রাপ্ত হতে হবে |
| 7 | পরিচ্ছন্নতাকর্মী | ৬ | ২০তম | জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান, সুস্বাস্থ্য প্রাপ্ত |
আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদনযোগ্য বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ১৮ – ৩২ বছরের মধ্যে হতে হবে; কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনের নিয়ম:
- একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।
- বিবাহিত মহিলা প্রার্থীদের স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
- বিজ্ঞপ্তি ও আবেদন ফরম পাওয়া যাবে:
- জেলা প্রশাসকের অফিসিয়াল ওয়েবসাইট: www.lalmonirhat.gov.bd
- জেলা প্রশাসক কার্যালয়ের নোটিশ বোর্ড
- সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভূমি অফিসের নোটিশ বোর্ডে